অব্যয়ীভাব সমাস কাকে বলে? অব্যয়ীভাব সমাস কত প্রকার?
সমাসের প্রকারভেদ
অব্যয়ীভাব সমাস কাকে বলে?
সমাসের আলোচনায় অন্যতম বিষয় হল অব্যয়ীভাব সমাস। তাই আজকে আমরা জানব, অব্যয়ীভাব সমাস কাকে বলে? অব্যয়ীভাব সমাস কত প্রকার ইত্যাদি।
যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে।
অব্যয়ীভাব সমাস কত প্রকার?
অব্যয়ীভাব সমাস কত প্রকার প্রশ্ন টি তা নয়। অব্যয়ীভাব সমাস মূলত বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। নিচে ব্যবহারের দিক থেকে অব্যয়ীভাব সমাসের ৮টি ভাগ তুলে ধরা হল।
১. যোগ্যতা অর্থে : গুণের যোগ্য = অনুগুণ ।
রূপের যোগ্য = অনুরূপ
প্রেরণার যোগ্য = অনুপ্রেরণা
ভাবের যোগ্য = অনুভব
২. বীপ্সা (অনু, প্রতি) : রোজ রোজ = হররোজ
দিন দিন = প্রতিদিন
ক্ষণ ক্ষণ = অনুক্ষণ
ক্ষণ ক্ষণ = প্রতিক্ষণ
৩. অভাব (নিঃ নির) : ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ
জলের অভাব = নির্জল
৪. পর্যন্ত (আ) : পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক।
সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত = আসমুদ্রহিমাচল
কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ জীবন পর্যন্ত = আজীবন
৫. সাদৃশ্য (উপ) : বনের সদৃশ = উপবন
দ্বীপের সদৃশ = উপদ্বীপ
৬. অনতিক্রম্যতা (যথা) :
সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য
রীতিকে অতিক্রম না করে = যথারীতি
৭. অতিক্রান্ত (উৎ) :
বেলাকে অতিক্রান্ত = উদ্বেল
শৃখলাকে অতিক্রান্ত = উচ্ছল
আরো পড়ুন
কর্মধারয় সমাস কাকে বলে? কর্মধারয় সমাস কত প্রকার?
দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ
তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস কত প্রকার?
বহুব্রীহি সমাস কাকে বলে? বহুব্রীহি সমাসের প্রকারভেদ
৮. বিরোধ (প্রতি): বিরুদ্ধ কূল = প্রতিকূল
বিরুদ্ধ বাদ = প্রতিবাদ
৯. পশ্চাৎ (অনু) : গমনের পশ্চাৎ = অনুগমন
তাপের পশ্চাৎ = অনুতাপ
ক্রমের পশ্চাৎ = অনুক্রম
ধাবনের পশ্চাৎ = অনুধাবন
১০. ঈষৎ (আ) : ঈষৎ নত = আনত
ঈষৎ রক্তিম = আরক্তিম
ঈষৎ লাল = ফিকা লাল
১১. ক্ষুদ্র অর্থে : ক্ষুদ্র শাখা = প্রশাখা।
ক্ষুদ্র অঙ্গ = প্রত্যঙ্গ
ক্ষুদ্র বিভাগ = উপবিভাগ
ক্ষুদ্র নদী = শাখানদী
সমস্তপদ |
বাসবাক্য |
সমাসের নাম |
উপসাগর | সাগরের সদৃশ |
অব্যয়ীভাব সমাস |
হাভাতে | ভাতের অভাব | |
উপকন্ঠ | কন্ঠের সমীপে | |
প্রতিদিন | দিন দিন | |
আপাদমস্তক | পা হতে মাথ পর্যন্ত | |
আমরণ | মরণ পর্যন্ত | |
উপকূল | কূলের সমীপে | |
যথারীতি | রীতিকে অতিক্রম না করে | |
বেহায়া | হায়ার অভাব |
আরো পড়ুন
ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার?
পদ কাকে বলে? পদ কত প্রকার? এবং পদের প্রকারভেদ
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?
বাংলা ২য় পত্র |
আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে |